বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান খবর বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রেকর্ড পর্যালোচনা করে আমরা দেখতে পারছি, চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।
তবে গড় তাপমাত্রা এলাকাভেদে ৩৫-৩৬ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এ কারণে দেশজুড়ে ভ্যাপসা গরমের অনুভূতি রয়েছে।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে তাই সেদিকে ভ্যাপসা গরমের মাত্রা কম।
কিন্তু উত্তরাঞ্চলে গরমের অনুভূতি তীব্র। এ অবস্থা আরও অন্তত দুদিন থাকবে বলে আমরা মনে করছি।
এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
+ There are no comments
Add yours