ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। এ বৈঠকে অংশ নেয়।
বৈঠক শেষে বিএনপি মহাসচিবসহ অন্যরা একে-একে সবাই বেরিয়ে যান।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি বিএনপি নেতারা।
মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়ে বেলা ৪টার দিকে শেষ হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন,
‘জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। জিন লুইসের সঙ্গে প্রতিনিধি হিসেবে ছিলেন রেবেকা ভিকে। বৈঠক শেষে গণমাধ্যমে কোনো পক্ষই কথা বলেননি।’
+ There are no comments
Add yours