ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধি
‘সম্প্রীতির চিলমারী’ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে সোমবার(১১ জুলাই) প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এস.এস.সি ১৯৯০, ৯১, ৯২ ও ৯৩ ব্যাচের মধ্যে টি-১০ ফরম্যাটে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মাঠে চার দলের এ খেলায় এস.এস.সি ৯৩ ব্যাচের জি-৯৩ একাদশ ৩৭ রানের ব্যবধানে এস.এস.সি ৯০ এর এ্যাডভাঞ্চার-৯০ একাদশকে হারায়।
খেলা ম্যান অব দ্যা সিরিজ হন জি-৯৩ দলের সুজন। খেলার শুরুতে জি-৯৩ একাদশ ১০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে।
জি-৯৩ একাদশের পক্ষে সুজন সর্বোচ্চ ৫১ রান করেন। জবাবে এ্যাডভাঞ্চার-৯০ একাদশ ১০ ওভার শেষে ৮২ রান সংগ্রহ করে।
এ্যাডভাঞ্চার-৯০ একাদশের হয়ে আশরাফুল ইসলাম বাবু সর্বোচ্চ ২৬ রান করেন।
পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ হারুন অর রশিদ,
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র এনালিষ্ট অফিসার মোঃ মিজানুর রহমান, ডা. হাবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজামান আজাদ জামান,
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু,
থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমূখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours