ইউক্রেনের যে কোনো নাগরিক এবং দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে—এমন লোকজন এখন চাইলেই রাশিয়ার নাগরিকত্ব নিতে পারবেন।
এ জন্য তাদেরকে আবেদন করতে হবে, তারপর যেতে হবে একটি প্রণালীর মধ্যে দিয়ে।
সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
প্রচলিত নিয়ম অনুযায়ী, রাশিয়ায় ন্যূনতম ৫ বছর বসবাস করেছেন। সেখানে আর্থিক উপার্জনের বন্দোবস্ত রয়েছে এমন বিদেশিরাই রুশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী বিদেশিদের সবাইকে রুশ ভাষা বিষয়ক পরীক্ষায় বসতে হয় এবং সেই পরীক্ষায় যারা পাস করেন নাগরিকত্বের বেলায় তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন।
এই ঘোষণা দেওয়ার দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
+ There are no comments
Add yours