নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনার পর এ নিয়ম বেধেছে কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, এক বছর বা এর বেশি সময় ধরে যারা ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আর ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
আগামী ৬ মাসের মধ্যে ওই পদে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দিতে হবে।
বুধবার (১৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়।
এসব সমস্যা যেন না হয়, সে কারণে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দিতে পদক্ষেপ নিয়েছি।
অফিস আদেশে আরও বলা হয়-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ ধারা-৪ এর ২ (i) অনুযায়ী, কলেজে অধ্যক্ষ পদ শূন্য হলে/অধ্যক্ষের অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে উপাধ্যক্ষ/জ্যেষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্য থেকে যেকোনো একজনকে দায়িত্ব প্রদান করতে হবে এবং পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে বিধি মোতাবেক অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের এক বছরের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দিতে ব্যর্থ হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সই করা কাগজপত্র ও কার্যবিবরণী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত অথবা গৃহীত হবে না।
+ There are no comments
Add yours