‘হোমিওপ্যাথি এক বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি’

Estimated read time 1 min read
নুরুল আবছার নূরী
Ad1

সম্প্রতি অক্ষর বৃত্ত প্রকাশনা কতৃর্ক প্রকাশিত ডাঃ বরুণ কুমার আচার্য রচিত ‘হোমিওপ্যাথি এক বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে।

গাউসিয়া হক মঞ্জিলে হুজুরা শরীফে ফটিকছড়ি দরবারে গাউসুল আজম মাইজভান্ডী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল রাহাবারের আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান ( মঃ ) কেবলা কাবা মাইজভান্ডারী বইটি মোড়ক উম্মোচন করেন।

এই সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় র্পষদের সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ জসিম উদ্দীন জিকু,মাইজভান্ডারী একাডেমি গবেষণা সহকারী এসএমএম সেলিম উল্লাহ, মোহাম্মদ বাবলু,তরুণ কুমার আচার্য্য, রুবেল শীল, সমীর কান্তি দাশ, মোঃ তামজিদ হোসাইন প্রমুখ।

বইটি উৎর্সগ করছেন কুতুবুল আকতার হযরত সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী প্রাণ প্রিয় তনয়া অছিয়ে গাউসুল আজম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারীর সহর্ধমিনী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ‘র মমতাময়ী আম্মাজান সৈয়দা সাজেদা খাতুন’র কর কমলে।

বইটি মূল্য রাখা হয়েছে ২৫০.০০টাকা।

এবং প্রাপ্তি স্থান জামাল খানঁ প্রেস ক্লাব বাতিঘর, আন্দরকিল্লা জামেয়া মজিদ মার্কেট, সাহিত্য বিচিত্রা, ফটিকছড়ি মাইজভান্ডারী শরীফ সহ সকল লাইব্রেরী ও সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় কার্যালয় ফটিকছড়ি তাজ লাইব্রেরী ও হারুন ভান্ডা দরবার শরীফ। উক্ত বইটি শিক্ষানবীশ হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য বিশেষ উপকারী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours