বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে নগরের থিম ওমর প্লাজায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ব্যক্তিগত চেম্বারে অধ্যক্ষকে হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন এমপি ফারুক।
এ প্রসঙ্গে ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কমিটিকে যতো দ্রুত সম্ভব সরেজমিনে গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন উপাচার্য।
+ There are no comments
Add yours