নীলফামারীর জলঢাকায় মারামারির ছবি তোলায় ঘুষি দিয়ে সাংবাদিকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দুলাল হোসেন নামে জাতীয় পার্টির এক নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় পার্টির জলঢাকা উপজেলা কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, এ বিষয়ে কেউ জানায়নি। বিষয়টি আমি দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহত সাংবাদিক রাশেদুজ্জামান সুমন দৈনিক মানবকণ্ঠের জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশেদুজ্জামান সুমন বলেন, বিকেলে ডিমলা সড়কে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে অতর্কিতভাবে উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর ওপর হামলা করেন পরাজিত প্রার্থী দুলাল হোসেন। এ সময় আমি ছবি তুলতে গেলে আমার ওপরও অর্তকিত হামলা চালায় দুলাল। এতে আমার মাথা ফেটে যায়।
তিনি আরও বলেন, দুলাল হোসেন ক্ষোভে সাইদার রহমানের ওপর হামলা চালিয়ে আহত করেন। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিক সুমনের ওপরও হামলা করে। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে দুলাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
+ There are no comments
Add yours