ঈদ পরবর্তী সপ্তাহে দেশের পুঁজিবাজারে তিন কর্মদিবসের লেনদেনে শেয়ার বিক্রির চাপে তিনদিনই দরপতন হয়েছে। এই দরপতনের ফলে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাজার থেকে উধাও হয়েছে বিনিয়োগকারীদের ২৮১২ কোটি ১১ লাখ ২৪ হাজার ৭২৫ টাকা।
দরপতন অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। আরও দরপতন হতে পারে এই ভয়ে সবাই শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ঈদের ছুটির পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মোট তিন দিনে (১২-১৪ জুলাই) ৩৯৫টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩৪টির আর অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৬২ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ১৪৪ টাকা। ঈদের আগের সপ্তাহে মোট পাঁচ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮১৩ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ৯৭০ টাকা। আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৮৫১ কোটি ৪১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। যা শতাংশের হিসাবে দাঁড়ায় ৪৫ শতাংশ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৫৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৯৮৩ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২১০টির, অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
+ There are no comments
Add yours