রাশিয়াকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হুমকি বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে রাশিয়ার মতো সন্ত্রাসবাদের হুমকি নেই।
বৃহস্পতিবার নিজের দৈনিক ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন,
‘দুর্ভাগ্যক্রমে, (রুশ হামলায় হতাহতের এই সংখ্যা) এখনও চূড়ান্ত নয়। ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চলছে। হামলার পর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে তালিকাভুক্ত করা হয়েছে। হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের অনেকে গুরুতর আহত।’
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ভিনিৎসিয়া শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় প্রেসিডেন্ট জেলেনস্কি একথা বলেন।
ভিনিৎসিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩ জনের মধ্যে ৩ জনই শিশু এবং তাদের বয়স ১০ বছরের নিচে। শুক্রবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতাভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জেলেনস্কির বলেন,
‘সন্ত্রাস একটি ভাইরাস। এবং যদি সন্ত্রাসীদের মধ্যে কেউ শাস্তি না পায় তবে তা অন্যদের উৎসাহিত করে।’
এদিকে রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট।
+ There are no comments
Add yours