কমবেশি দাবদাহে পুড়ছে দেশের ১০ জেলা। টানা দাবদাহের মধ্যেই আগামী তিনদিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শুক্রবার (১৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস পূর্বাভাসে সূত্রে তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলো হলো-
- ঢাকা
- টাঙ্গাইল
- রাঙ্গামাটি
- কুমিল্লা
- চাঁদপুর
- ফেনী
- চুয়াডাঙ্গা
বিভাগ গুলো হলো-
- রংপুর
- রাজশাহী
- সিলেট
আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সেসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি বা ভারি বর্ষণের পূর্বাভাস আছে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
+ There are no comments
Add yours