জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও বিএনপির রুহুল কবির রিজভী শিক্ষিত মানুষ বলে জানতাম। তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মত বক্তব্য দিচ্ছেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী “বাংলাদেশের রিজার্ভ এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ” এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারে” বলে মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়। বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের একটি কিস্তি পরিশোধ করার ক্ষেত্রেও কখনো দেরি করেনি, সময়মতো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরের দিকে। জি এম কাদের শিক্ষিত মানুষ বলে জানতাম। তিনি কেন বিএনপির রিজভীর মতো কথা বললেন, কিংবা অশিক্ষিত-মূর্খের মত কথা বললেন, তা আমার বোধগম্য নয়।
বিএনপির রিজভীর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তার বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।
তিনি সবসময় উদভ্রান্তের মতো কথা বলেন। পদ্মা সেতু নির্মাণের সময় উদভ্রান্তের মতো কথা বলেছেন, নির্মিত হয়ে যাবার পর উদভ্রান্তির মাত্রা আরও কয়েক ডিগ্রি বেড়ে গেছে। করোনার টিকা দেওয়ার সময় নানা গুজব রটানোর সঙ্গে তারা যুক্ত ছিল।
+ There are no comments
Add yours