নাজিরহাট শহিদুল আজম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার নাহিরহাট শহিদুল আজম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ(প্রাস্তাবিত) হোমিওপ্যাথির ব্যবহৃত অন্যতম মেডিসিন “ARNICA MONTANA” জীব বিঞ্জান তথা উদ্ভিদ ও প্রাণী বিদ্যা বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ(১৫জুলাই)শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপি হোমিওপ্যাথিক চিকিৎসায় গুরুত্তপূর্ণ মেডিসিন “ARNICA MONTANA” উদ্ভিদ ও প্রাণীবিদ্যা বিষয়ে হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যবহারে ও উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শহিদুল আজমের সভাপতিত্বে অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুহাম্মদ আব্দুল আল মহসিন।

আলোচক ছিলেন অভিঞ্জ চিকিৎসক হোমিওপ্যাথিক কলেজের উপাধক্ষ্য এ,এইচ,এম, জিয়াউল হক।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অভিঞ্জ প্রভাষক সিফমেডিসিন ডাঃ গোলাম মোস্তাফা, প্রভাষক এস এম ফরিদ, প্রভাষক ডাঃকাঞ্চন তালুকদার প্রমুখ। এই সময় মেডিকেলের ছাত্র-ছাত্রী ও হোমিওপ্যাথিক অনুরাগীগণ।

বক্তরা বলেন ফোড়া, উদারময়, জ্বর, মাথাব্যাথা, মানসিক আঘাত, টাইফেট, ব্রংকাইটিস, ব্রণ, হৃদয়শুল, আমশায়, ডায়াবেটিস, চক্ষুপ্রদাহ, রক্তবমণ, রক্তমূত্র, কর্ণপুজঁ, প্যারালাইসেচ, বাতব্যাথা, চর্মরোগসহ বিভিন্ন রোগের বাতব্যাথার বিচনা শক্ত মনে হওয়া, মাথাগরম আরো অন্যান্য অঙ্গ ঠান্ডা অত্যন্ত স্পর্শকাতর, শীতলকাতর, স্বাভাবিতই আশাবাদ।

স্নায়ূ বিক লক্ষণের ভিত্তিতে “ARNIC MONTANA” এর ব্যবহার সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্হাপন এবং জীববিঞ্জান তথা উদ্ভিদ ও প্রাণী বিদ্যা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করে সভাপতি মুহাম্মদ শহীদুল আজম সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours