১১ দিন পর চট্টগ্রামে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.৩৯ শতাংশ।
শনিবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রামে ছয়টি ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে রাউজানে দুই জন ও হাটহাজারীর একজন রয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) চট্টগ্রামে ৫৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এর আগে ৪ জুলাই চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
+ There are no comments
Add yours