সুন্দরবনে ভ্রমণের উপর ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞার কথা না জানায় বনে প্রবেশ করতে না পেরে ফিরে আসছেন পর্যটকরা। সুন্দরবনের পর্যটন স্পর্ট করমজলে চলছে নিরবতা।
সুন্দরবন পর্যটন কেন্দ্র করমজল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, মাছের প্রজনন বৃদ্ধির জন্য নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এজন্য এখানে পর্যটক আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইদের টানা ছুটি এবং পদ্মা সেতু চালু হওয়ায় দেশি-বিদেশি অনেক পর্যাটক সুন্দরবন দেখতে চলে আসছেন। দেশের জন্য এই নিষেধাজ্ঞা সবাইকে মানতেই হবে। এতে সুন্দরবন ভালো থাকবে এবং মাছ উৎপাদন বাড়বে।
আগামী ১ অক্টোবর থেকে আবার সুন্দরবনের করমজলসহ পযটন কেন্দ্রগুলো দেশি-বিদেশি পর্যটকে মুখোরিত হবে, এমনটাই আশা বন বিভাগের এই কর্মকর্তার।
+ There are no comments
Add yours