এক থেকে পাঁচ বছরের বয়সের মধ্যে নেত্রকোণায় গত এক মাসে (১৭ জুন থেকে ১৬ জুলাই) পানিতে ডুবে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে কলমাকান্দায়।
শনিবার (১৬ জুলাই) দুপুরে নেত্রকোণার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ জুন থেকে নেত্রকোণায় বন্যা শুরু হয়। এরপর থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৮ জন শিশু পানিতে ডুবে মারা গেছে।
পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সবাইকে আরও সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, বেশির ভাগ শিশুর মৃত্যু হয়েছে পরিবারের সদস্যদের অগোচরে এবং তাদের অসাবধানতার জন্য।
এদিকে সর্বশেষ শুক্রবার (১৫ জুলাই) সকালেও নেত্রকোণার বারহাট্টায় পুকুরে ডুবে ইমরান হোসাইন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইমরান নেত্রকোণা সদর উপজেলার ঝাউসী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
+ There are no comments
Add yours