বিশ্বকাপ জয়ের খুব কাছে আর্জেন্টিনা। সেমিফাইনালের জার্মানির বিপক্ষে জয় তুলে নিয়েছে পেনাল্টি শুটআউটে।
নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জার্মানদের ৪-২ গোলে হারিয়েছে লাস লিওনাসরা। তাতেই ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি।
আজ রোববার নেদারল্যান্ডসের অ্যামস্ট্যালভিনের এস্তাদি অলিম্পিক দে তেররাসায় মুখোমুখি হয় দুই দল।
শেষ কোয়ার্টারে শ্রেয়তর দল ছিল আর্জেন্টিনা। পেনাল্টি কর্নার থেকে জার্মানির জালে একবার বলও জড়িয়েছিল দলটি, তবে ফাউলের খড়্গে বাতিল হয় সেটি।
এর আগে পরে ওপেন প্লে থেকে একটি আর একটি পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।
তবে ফাইনালের আগে দম ফেলার ফুরসত নেই দলটির। আজ দিবাগত রাতে এই একই ভেন্যুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আকাশি সাদারা।
+ There are no comments
Add yours