প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রোববার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর উইম্যান, জেন্ডার অ্যান্ড পলিসি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক উপস্থিত ছিলেন।
আগামী ৭ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্স উদ্বোধন করবেন বলে আশ্বস্ত করেছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান।
গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদজ্ঞাপন করে প্রস্তাব গৃহীত হয়। আজকের সাক্ষাতে এ ধন্যবাদজ্ঞাপন পত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন উপাচার্য।
+ There are no comments
Add yours