দে‌শের ৫২‌ উপ‌জেলায় আর ভূ‌মিহীন থাক‌ছে না

Estimated read time 1 min read
Ad1

দে‌শের ১৯ হাজার ৭৮০ জন ভূ‌মিহীন ঘর পাওয়ার মধ্যদি‌য়ে পঞ্চগড় ও মাগুরা জেলায় আর কো‌নো ভূ‌মিহীন থাক‌বে না। প্রত্যেকে এখন ঘর পা‌চ্ছেন, এটা আমা‌দের জন্য গ‌র্বের, আন‌ন্দের বলে মন্তব্য করেছেন আহমেদ কায়কাউস।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন ৫টি প্রকল্প এলাকার সঙ্গে। প্রকল্পগুলো হচ্ছে-

  • লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প
  • বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প
  • ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্প
  • পঞ্চগড় সদর উপজেলার মাহান পাড়া আশ্রয়ণ প্রকল্প
  • মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার জঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্প

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি জমির মালিকানাসহ ৬৩ হাজার ৯৯৯টি ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২০ জুন জমির মালিকানাসহ ৫৩ হাজার ৩৩০টি ঘর হস্তান্তর করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট একক ঘরে সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। চলমান তৃতীয় পর্যায়ে মোট বরাদ্দকৃত একক ঘরের সংখ্যা ৬৭ হকার ৮০০টি, যার মধ্যে গত ২৬ এপ্রিল হস্তান্তরিত হয়  ৩২ হাজার ৯০৪টি এবং আগামী ২১ জুলাই হস্তান্তর হবে ২৬ হাজার ২২৯টি। এছাড়া আরও নির্মাণাধীন রয়েছে ৮ হাজার ৬৬৭টি ঘর।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours