বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উৎযাপন উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) সহযোগিতায় আলোচনা ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিআইপিআরবি তাদের কার্যক্রমের বিস্তারিত বর্ণনা এবং জাতিসংঘ ঘোষিত ২৫ জুলাই বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস সম্পর্কে তাদের সচিত্র প্রতিবেদন তুলে ধরে।
তাদের সচিত্র উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সবাই পানিতে ডোবা মৃত্যুর বর্তমান ভয়াবহ চিত্র ও এ থেকে উত্তরণের বিভিন্ন সরকারি-বেসরকারি পদক্ষেপ সম্পর্কে জানেন।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস। সিআইপিআরবি এর কার্যক্রমের প্রশংসা করে তিনি সব এনজিওকে এ ধরনের কাজে সম্পৃক্ত হবার আহ্বান জানান, পাশাপাশি তিনি জেলা ভিত্তিক সাঁতার কার্যক্রমের জন্য প্রয়োজনে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
+ There are no comments
Add yours