কাগজপত্রের ঘাটতিতে নামজারি আবেদন বাতিল করা যাবে না

Estimated read time 1 min read
Ad1

নামজারির জন্য চাওয়া দলিলপত্রের ঘাটতি থাকলেই নামজারি আবেদন বাতিল করা যাবে না। এছাড়া আবেদনটি সম্পূর্ণ বাতিলও করা যাবে না বলে ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করা হয়েছে।

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ‘ই-নামজারি সিস্টেমে নামজারি নিষ্পত্তি করার বিষয়ে নির্দেশনা’ শীর্ষক পরিপত্রে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ই-নামজারি আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই শেষে সঠিক প্রতীয়মান হলে পক্ষদের প্রাথমিক শুনানি না নেওয়ার জন্যও বলা হয়েছে পরিপত্রে।

পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সেবা সহজ করার লক্ষ্যে ই-নামজারি সিস্টেমে ক্রয়সূত্রে নামজারি ফরম সম্প্রতি চালু করা হয়েছে। ই-নামজারির নতুন ফরম চালু করার ফলে ডিজিটাল ভূমিসেবা সিস্টেমে (ই-নামজারি/ই-খতিয়ান/ডিজিটাল এলডি ট্যাক্স) কিংবা ভূমি অফিসে সংরক্ষিত নেই-এমন কোনো তথ্যের ঘাটতি থাকলেই নামজারি আবেদন নামঞ্জুর করা যাবে না।

নামজারি মামলার ১ম আদেশে কোনো দলিলপত্রের ঘাটতি থাকলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দাখিলের জন্য অনুরোধ আনাতে হবে। সাধারণভাবে ৭ কার্যদিবস কিংবা আবেদন বিবেচনা করে যুক্তিসঙ্গত সময় দেওয়া যাবে।

পরিপত্রে উপর্যুক্ত কারণ উল্লেখ করে সহকারী কমিশনারদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেন ভূমিসেবা গ্রাহক সময় ও সুযোগ পান, এমনকি প্রযোজ্য ক্ষেত্রে বিকল্প করণীয় সম্পর্কে জানতে পারেন

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours