চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় জেলা প্রশাসনের অভিযানে প্রায় ২ একর জায়গা দখলমুক্ত হয়।
আজ(১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন রেলভূমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জনাব মাহবুবুর করিম ও পুলিশ- আর এনবির সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের অভিযানের মধ্য দিয়ে দেওয়ানহাট পোস্তার পাড় হতে মার্শাল ইয়ার্ড পর্যন্ত এলাকায় ৪৮২টি টিনশেড ঘর ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়। এত প্রায় ২ একর জায়গা অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়েকে বুঝিয়ে দেয়া হয়। ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদে কার্যক্রম চলমান রাখবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ।
+ There are no comments
Add yours