মঙ্গলবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবং দেশের বৃহত্তর স্বার্থে নির্দেশনা পালন করতে অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’– প্রধানমন্ত্রীর এ আহ্বান আসুন মেনে চলি এবং বিদ্যুৎ ব্যবহারে সংযমী ও সাশ্রয়ী হই।
বর্তমানে ডিপিডিসির লোড চাহিদার একটি বড় অংশ এয়ারকুলারে ব্যবহৃত হয়। এসি ব্যবহার বন্ধ বা সীমিত করা হলে লোডশেডিং বহুলাংশে হ্রাস পাবে। এ অবস্থায় লোডশেডিং রোধে অফিস, দোকানপাট, বাসাবাড়ি, মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে এসি ব্যবহার অপ্রয়োজনে বন্ধ রাখি এবং প্রয়োজনীয় ব্যবহার অর্ধেকের নিচে নামিয়ে আনার চেষ্টা করতে হবে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখি।
এছাড়া এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের তথ্য জানতে ডিপিডিসির ওয়েবসাইট লিংকে ভিজিট করতে বলা হয়েছে। যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬ নম্বরে যোগাযোগ করারও অনুরোধ জানানো হয়েছে।
+ There are no comments
Add yours