রুল আবছার নুরি
ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা, ২নং দাঁতমারায় ৪৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি চালকবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই)ভোরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো গহিরা সড়কের পূর্ব দাঁতমারা বটতলা নামক স্থান থেকে এসব মাদক জব্দ করা হয়। বিজিবি সুত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর হেয়াকো বিওপি ক্যাম্পের সদস্য নায়েক মো. রাজু মিয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পূর্ব দাঁতমারা রোডে বটতলা এলাকায় অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে সিএনজি ভর্তি ফেনসিডিলের চালান রেখে পালিয়ে যান চালক ও মাদকবিক্রেতারা। পরে সেখান থেকে ৪৯৫ বোতল ফেনসিডিলসহ পরিবহনে ব্যবহৃত মালিকবিহীন একটি সিএনজি জব্দ করেন টহল কমান্ডার দিলিপ কুমারসহ তার সঙ্গীয় ফোর্স।
হেঁয়াকো বিজিবি ক্যাম্পের গোয়েন্দা সদস্য নায়েক মো. রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকের মূল্য প্রায় ১,৯৮,০০০ টাকা।
+ There are no comments
Add yours