নুরুল আবছার নূরী
ফটিকছড়িত ভুজপুর থানার রাতের অন্ধকারে কাজিরহাট-হেঁয়াকো পুরাতন সড়কের চারটি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা।
১৭ জুলাই রাতের যেকোনো সময় কে বা কারা কাজিরহাট বাজারের উত্তর পার্শ্বে সড়কের দ্বারে রোপিত এসব গাছ কর্তন করে চলে যায়। যেখান থেকে গাছ কেটে ফেলা হয়েছে তার সামান্য উত্তরে ভূজপুর থানার অবস্থান। সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছ গুলো ডালপালা সহ সড়কের পাশের জমিতে কাত হয়ে পড়ে আছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সম্ভবত গাছগুলো রাতের অন্ধকারে কাটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, সড়কের পাশের জমির মালিক ভবন নির্মাণের সুবিধার্থে গাছগুলো কেটে থাকতে পারেন। এ বিষয়ে জানতে জমির মালিকের সাইনবোর্ডে দেওয়া নাম্বারে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে, থানা সংলগ্ন এলাকা হতে একসাথে চারটি গাছ কেটে ফেলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন ফারুকী বলেন, গাছ কেটে ফেলার ব্যাপারে আমাকে কেউ জানায়নি।
এ বিষয়ে আমি কিছু জানি না। ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো কে বা কারা কেটেছে জানি না। ইউএনও মহোদয়ের নির্দেশমতে সকালে গাছগুলো জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি বলেন, অনুমতি বিহীন গাছ কাটা অন্যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছি, গাছগুলো জব্দ করে সংশ্লিষ্ট বিভাগকে জানানোর জন্য।
এছাড়া, গাছগুলো কারা কেটেছে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান সাব্বির রহমান সানি।
+ There are no comments
Add yours