প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ৫ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

Estimated read time 1 min read
Ad1

কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের মন্ত্রীদের কটূক্তির অভিযোগে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচ বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মামলায় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন-

  • মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস চৌধুরী
  • পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন
  • মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি
  • মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের দিয়ে কটূক্তি করার অভিযোগে থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার করা হয়েছে। এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours