চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
যাত্রীর নাম রফিকুল ইসলাম। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। তিনি পায়ুপথে করে দুটি বার আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।
রফিকুলের লাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূতভাবে আনা ১৬ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণের অলংকার এবং চকলেট ও খাদ্যসামগ্রী পাওয়া গেছে। স্বর্ণের বারসহ জব্দ করা মালামালের দাম ৩৮ লাখ ৬৫ হাজার ১৯৬ টাকা।
এর মধ্যে স্বর্ণের বারের দাম ৩৭ লাখ টাকা। রফিকুল এ বছরের শুরু থেকে ১৯ জুলাই পর্যন্ত ১০ বার বিদেশে গেছেন। তাকে ৬ জুন বিদেশ থেকে দেশে স্বর্ণবার ও অলংকারসহ আগমনের সময় সতর্ক করা হয়েছিল বলে জানান শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।
+ There are no comments
Add yours