আগামীকাল বৃহস্পতিবার ( ২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর গুলো আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন। আজ বুধবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গনি এ তথ্য জানান।
টাঙ্গাইল জেলায় ভূমিহীন ও গৃহহীন আরও ৩৪৯ পরিবার জমিসহ পাকা ঘর পাচ্ছেন। এর মধ্যে সদর উপজেলায় পাবেন ৭৫টি পরিবার। এর আগে দুই হাজার ৯৯৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের এ ঘর হস্তান্তর করা হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ বিষয়ে আতাউল গনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এরই অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় আরও ৩৪৯ ঘর প্রস্তুত করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours