সরকারের ভুল নীতি এবং দুর্নীতির কারণে আজ দেশে জ্বালানি সংকট এবং লোডশেডিং দেখা দিয়েছে। আগামী ৪ মাসের মধ্যে দেশের রিজার্ভ শেষ হয়ে যাবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) তেল গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভুল নীতি ও দুর্নীতির জন্য দায়ীদের শাস্তি এবং গ্যাস অনুসন্ধানসহ স্বনির্ভর পরিবেশ বান্ধব জ্বালানি নীতির দাবি’তে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যদিও আমাদের রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার থেকে ৩২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে ৪ মাস আমদানি করতে পারব। এ জন্য আমাদের সাবধান হতে হবে ডলার রক্ষা করতে হবে।
বাসদ নেতা জুলফিকার আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন আসাদুজ্জামান মাসুম, নাইমা খালেদ মনিকা, বাচ্চু ভূঁইয়া, আব্দুস সাত্তার, কমরেড মাইনুদ্দিন, বেলাল চৌধুরী, কমরেড শামসুল আলম,মাসুদ খান, বজলুর রশিদ প্রমুখ।
+ There are no comments
Add yours