দলবল নির্বীশেষে একজন ও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

Estimated read time 0 min read
নুরুল আবছার নূরী
Ad1

সারাদেশের ন্যায় ফটিকছড়িতে ও মুজিববর্ষের উপহার হিসাবে ১০০জন গৃহহীন ওভূমিহীন পরিবার প্রধানন্রীর দেওয়া ঘর পেয়েছ।

No description available.

আশ্রয়ণ ২প্রকল্পের অধিনে ৩য় পর্যায়ে ২য় ধাপে ৪৯০টি ঘরের মধ্যে ৩৯০টি গত ২৬ এপ্রিল ২০২২ পেয়েছে।

আজ (২১জুলাই) বৃহস্পতিবার ১০০টি পরিবারের মধ্যে ৩০জন উপকারভূগীদের মধ্যে কবুলি,সাটিফিকেটও নামজারি খতিয়ান হস্তানন্তর করেন। ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প তে সুপেয় পানির জন্য গভীর নলকূপ, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থিতা উপকার ভূগীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, ঋরণ বিতরণের মধ্যে আত্মনির্ভরশীল করা হয়েছে।প্রতিটি পরিবারের জন্য একটি পুষ্টি বাগান স্কুল, মসজিদ, মন্দির, স্বাস্থ্য সেবাও বিনোদনের জন্য পার্ক রয়েছে। আজ সকাল ১০টা২০ মিনিটে গণভন থেকে ভিডিও কনফারেন্স মধ্যে যুক্তি হয়ে প্রধাণমন্রী শেখ হাসিনা বক্তব্যবে বলেন দল মত নির্বিশেষে একজন ও গৃহহীন থাকবেনা পরে ঘর হস্তান্তরের শুভ উদ্ধোদন করেণ।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ২ভাইস চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স নিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্ট জন ও উপকার ভোগি উপস্হিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours