বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি দেশটিতে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ, তাদের নতুন মেয়াদের জন্য আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা দেবে দেশটি।
বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দেশ সফর শেষে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাকিদের মুখোমুখি এসব কথা জানান তিনি। সবশেষ মালয়েশিয়া দুইদিনের সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
চলতি মাসের শেষের দিকে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ডি-৮ সম্মেলন বসছে। সম্মেলনে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে সদস্য রাষ্ট্রগুলোকে। পাকিস্তান থেকে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের ঢাকায় আসার কথা রয়েছে।
১৯৭১ সালের নৃশংসতার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত জানিয়ে তিনি বলেন, তারা যে অপরাধ করেছে সেটির জন্য মাফ চাওয়া উচিত। আমরা খুশি হবো তারা যদি প্রকাশ্যে ক্ষমা চায়।
+ There are no comments
Add yours