গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশি কিশোর আয়মান মোহাম্মদ। গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে রেকর্ডটির ফলাফল জানায় তার রেকর্ডটি সফল হয়েছে। তিনিই এখন এই ক্যাটাগরিতে রেকর্ড হোল্ডার। আগামী কয়েক মাসের মধ্যে গিনেস বুকের রেকর্ড ব্রেক করার স্বীকৃতিপত্র পাঠাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক মিনিটে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে ‘মোস্ট কয়েন স্ট্যাকড ইন টু এ টাওয়ার’ তৈরির রেকর্ডটি দখলে নিয়েছে চট্টগ্রামের হাটহাজারীর ১৬ বছরের এই কিশোর।
এর আগে বরিশালের নুসরাত জাহান নিপা নামে এক গৃহবধূ এক হাতে ১ মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী।
গিনেস বুক রেকর্ডধারী আয়মান জানায়, ছোট থেকেই পড়াশুনার পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম গিনেস বুকের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে তার মনে ইচ্ছা জাগে তাদের মমতো রেকর্ড গড়ার। সেই প্রচেষ্টা থেকে এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার সাজিয়ে আজ সফল।
+ There are no comments
Add yours