রোহিঙ্গা গণহত্যা নিয়ে চলমান মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২২ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের রায় আইনি ও পদ্ধতিগত ভিত্তিতে মিয়ানমারের চারটি প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে বলে জানায়। এটি আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্নে রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ।
শুক্রবার নেদারল্যান্ডসের হেগে কোর্টের প্রেসিডেন্ট জন. ই. ডোনোগুয়ে প্রায় ৫০ মিনিটের রায়ে মিয়ানমারের চারটি আপত্তি খারিজ করে দেন।
রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের পাশাপাশি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
+ There are no comments
Add yours