রংপুরের শিল্পপতি, সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসা ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর। মরহুমের ছোট ছেলে কামরুল ইসলাম ভরসা বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কামরুল ইসলাম বলেন, সম্প্রতি করোনায় আক্রান্ত হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুযোগ হয়নি।
১৯৯১ সালে প্রথম রংপুর-১ আসন থেকে নির্বাচন করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন করিম উদ্দিন ভরসা। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরশাদের জীবদ্দশা পর্যন্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি।
+ There are no comments
Add yours