এক দশক পর আগামী তিন মাসের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাকে আহ্বায়ক করে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ৩২ সদস্যের কমিটির তালিকা ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রইজ আহম্মেদ মান্নাকে। তিনি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য।
এছাড়া চলতি মাসে গঠিত বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ থেকে চলতি বছর (২০২২) সেকেন্ড ক্লাস পেয়ে এলএলবি সম্পন্ন করেছেন।
এর আগে ২০২১ সালের ২৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। সেইসঙ্গে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। মূলত ওই বছরের ২০ এপ্রিল বরিশাল মহানগর ছাত্রলীগের তৎকালীন সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা করেন। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়ে বরিশাল ছাত্রলীগ।
+ There are no comments
Add yours