এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ-
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তার এমন ব্যতিক্রম উদ্বোগ দেখে প্রশংসায় ভরপুর এখন।
অফিসে এসি থেকেও বন্ধ রাখলেন।এসি বন্ধ রেখে নিয়মিত অফিস করছেন তিনি। বিদ্যুৎ সাশ্রয়ে নিজ কার্যালয়ের এসি ও ভেতরের ডেকোরেশনের সব বাতি বন্ধ রেখে অফিস চালাচ্ছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। এই সংক্রান্ত একটি নোটিশ এসি ও অফিসের দরজায় টাঙিয়ে রেখেছেন তিনি। নিজ অফিসের এসি বন্ধ করে, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা মূলক প্রচারণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন।
রবিবার (২৪ জুলাই) তার কার্যালয়ে গেলে দেখা যায়, অফিসের প্রতিটি জানালা খুলে দেওয়া হয়েছে। যাতে করে বাইরের আলো সহজেই প্রবেশ করতে পারে। শীতাতাপ যন্ত্রটি বন্ধ রাখা হয়েছে। গরম বেশি থাকায় ফ্যান চালু রাখা হয়েছে। ইউএনও নাছরিন আক্তার বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজে নিয়ম মেনে অন্যরা যেন মেনে চলে সেদিকে নজর দিচ্ছি।
তিনি আরও জানান, অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, ফ্যান এমনকি টেলিভিশন ও ব্যাবহার করছিনা। চলমান বিদ্যুৎ সংকট না কাটা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবার উদ্দেশে বলেন, ‘যার যার স্থান থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এ সংকট মোকাবিলা করা সহজ হবে’।
+ There are no comments
Add yours