বেকারদের জন্য ভাতা চালু, স্থায়ী কর্মসংস্থান, কিস্তিতে সুদহীন সর্বনিম্ন ১০ লাখ টাকা ঋণ ও ১০ হাজার টাকা করে মাসে বেকার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ।
রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানায় বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ।
বেকারত্ব মুক্ত মঞ্চের ১১ দফা দাবিগুলো হলো-
- দেশে বেকারত্বের সঠিক সংখ্যা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক তালিকা তৈরি।
- রাষ্ট্রের তত্ত্বাবধানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
- বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ব্যর্থ হলে ১০ হাজার টাকা করে মাসে বেকার ভাতা দেওয়া।
- বেকারত্ব নিরসনে বেকারত্ব নিরসন মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন করা।
- শিক্ষিত, প্রশিক্ষিত, বিদেশ ফেরত, ক্ষুদ্র উদ্যোক্তা ও বেকার যুবকদের কর্মসংস্থানে বিনা জামানতে কিস্তিতে বিনা সুদে সর্বনিম্ন ১০ লাখ টাকা ঋণ দেওয়া।
- বিদেশে যেতে ইচ্ছুকদের সরকারি খরচে কিংবা নামমাত্র মূল্যে এবং সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের শূন্য পদে আবেদন ফি ছাড়া দ্রুত নিয়োগ দেওয়া।
- চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানো।
- অভিজ্ঞতা ও শ্রেণিবিন্যাসকরণ নিষিদ্ধ করা।
- বেকারদের থেকে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারণাকারী ব্যক্তি, প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা।
- বাতিল হওয়া সরকারি উন্নয়ন প্রকল্পের বেকারদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
- বাজেটের এক-দশমাংশ অর্থ বেকারদের কর্মসংস্থানে বরাদ্ধ কর। প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ণমূলক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং প্রশিক্ষণের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
+ There are no comments
Add yours