সামাজিক বিপ্লবের জন্য সাংস্কৃতিক প্রস্তুতি দরকার

Estimated read time 0 min read

সামাজিক বিপ্লবের জন্য সাংস্কৃতিক প্রস্তুতি দরকার। অবক্ষয় ঘটেছে সংস্কৃতিতে। সংস্কৃতি সভ্যতার চেয়েও বড়। 

Ad1

রোববার (২৪ জুলাই) মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আয়োজনে ‘সাম্প্রদায়িক সহিংসতা : নাগরিক প্রতিক্রিয়া’ শীর্ষক এক প্রতিবাদ সভায় আলোচকরা এ কথা বলেন।

তারা বলেন, সংস্কৃতি চর্চা সৃষ্টিশীলতাকে বৃদ্ধি করবে, সামাজিকতাকে ফিরিয়ে আনবে, মনুষ্যত্বকে রক্ষা করবে, জীবনে আনন্দ ফিরে আসবে, বিনোদন নিয়ে আসবে। সেটাই এখন ঘটছে না। সংস্কৃতি চর্চা উদ্দেশ্য ছাড়া হলে চলবে না। সংস্কৃতি চর্চা হবে সমাজ পরিবর্তনের জন্য।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত অক্টোবরে এরকম একটি প্রতিবাদ সভার কিছুদিনের মধ্যেই যে আবারো এ ধরনের আরেকটি সভার আয়োজন করতে হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours