আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির সাথে একমত হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
রোববার (২৪ জুলাই) রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম বরের বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে আ স ম রব সাংবাদিকদের বলেন, আজকের দিনটি ঐতিহাসিক দিন। এই দিনে ১৯৬৯ সালের ২৪ জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। তখন মাঠে ছিলাম। এবারের আন্দোলনের লক্ষ্য হবে একইসঙ্গে স্বৈরাচারী সরকার পতন, নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসনতন্ত্র পরিবর্তন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না। আজকের দিনটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করছি।
সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন অংশ নেন। জেএসডির পক্ষ থেকে সহ-সভাপতি তানিয়া রব, দলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন অংশ নেন।
জেএসডি ছাড়াও এখন পর্যন্ত বিএনপি নাগরিক ঐক্য, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর), মুসলিম লীগ, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে।
+ There are no comments
Add yours