দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর-টু-চিরিরবন্দর সড়কের ১৫ কিলোমিটার অংশের উদ্বোধনের আগেই কার্পেট উঠে গর্তের সৃষ্টি হয়েছে।
এই নিম্নমানের কাজে দেখে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকারি টাকায় নিম্নমানের কাজ হয়েছে বলে জানান তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চার কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ চলছে। রাস্তাটির কাজ শেষ না হতেই বেশ কয়েটি স্থানে ফেটে রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশল বিভাগের অবহেলায় সড়কটি নিম্নমানের করে তৈরি করা হয়েছে। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ও ভালোভাবে রাস্তা পরিষ্কার না করেই কার্পেটিং করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়া এই সড়কে চলাচলকারী লাখো মানুষ আবারও পড়েছে ভোগান্তিতে।
এ বিষয়ে চিরিবন্দরর উপজেলা প্রকৌশলী ফারুক হাসান বলেন, সড়কটি এখনো হস্তান্তর হয়নি। কিছু জায়গায় ফেটে ও দেবে গেছে, এটা নিয়ে নিউজ হওয়ার মতো কিছুই না। এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না।
+ There are no comments
Add yours