গ্রাম আদালতে সালিস নিষ্পত্তির সময়সীমা ১ মাস থেকে কমিয়ে ১৫ দিন নির্ধারণ করেছে মন্ত্রীসভা। এ প্রসঙ্গে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনটিকে একটু রিভিশন করা হয়েছে। যেমন নাবালকের পরিবর্তে শিশু কথাটি লেখা হয়েছে। আগে শুধু নাবালক বলা হতো, এখন বলা হচ্ছে শিশু।’
তিনি বলেন, ‘৫ জন সদস্য থাকবেন। একজন চেয়ারম্যান, দুই পক্ষ থেকে দুই জন করে।নারী যদি থাকে, একজন থাকবেন। বিশেষ করে যদি নারী অভিযোগকারী থাকে।’
খন্দকার আনোয়ারুল বলেন, ‘২০১৩ সালে যখন আইনটি করা হয় তখন নিষ্পত্তির সীমা ছিল ৩০ দিন। এখন তা কমিয়ে ১৫ দিন করা হয়েছে। ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে ৭৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতে পারবে। এখন এটা ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে।’
+ There are no comments
Add yours