ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল বাংলাদেশের গর্বের ও সক্ষমতার নিদর্শন জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে কীভাবে জীবন সহজ করা যায় সুরক্ষা প্ল্যাটফর্ম তারই উৎকৃষ্ট প্রমাণ।
সোমবার (২৫ জুলাই) তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের ‘জনসেবায় উদ্ভাবন’ ক্যাটাগরিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ দলগতভাবে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ অর্জন করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কোভিড ১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” প্লাটফর্মের জন্য এই পদক প্রদান করা হয়।
+ There are no comments
Add yours