বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুসরণ করে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা পর্যন্ত এলাকাভিত্তিক লোডশেডিংয়ের পরিকল্পনা করতে গিয়ে প্রথমে হোচট খেয়েছিলেন চট্টগ্রামের পিডিবির কর্মকর্তারা।
তবে একটানা এক ঘণ্টার বেশি লোডশেডিং না হওয়ার আশ্বাসে এবার এলাকাভিত্তিক দৈনিক পাঁচ থেকে ছয় ঘণ্টার পরিকল্পনা সাজিয়েছে পিডিবি।
সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিতরণ বিভাগের অধীন পাঁচটি সার্কেলের তালিকা প্রকাশ করেছে।
পিডিবি বলছে, চাহিদা বাড়লে এর চেয়ে বেশি লোডশেডিং করার কথা ভাবছেন কর্মকর্তারা। এর আগে গত ১৯ জুলাই পিডিবি প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরের জন্য এক ঘণ্টা করে এলাকাভিত্তিক সূচি প্রকাশ করে।
পিডিবি আরও বলেছে, নতুন সূচিতে নির্দিষ্ট সময় বেঁধে না দিয়ে দিনের যে কোনো সময়ে তালিকা করে এক ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের সূচি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ফিডার এক ঘণ্টার বেশি সময় বন্ধ না থাকার চেষ্টা করা হচ্ছে।
প্রকাশিত সূচির মধ্যে পরিচালনা ও সংরক্ষণ সার্কেল চট্টমেট্টোর (দক্ষিণ) অধীন কক্সবাজার বিতরণ কেন্দ্র সর্বোচ্চ সাত থেকে ছয় ঘণ্টার লোডশেডিংয়ের পরিকল্পনা করেছে পিডিবি।
প্রকাশিত তালিকায় দেখা যায়- পরিচালনা ও সংরক্ষণ সার্কেল চট্ট মেট্টোর (পূর্ব) অধীন বাকলিয়ার বিতরণ অংশে ছয় ঘণ্টা, পাথরঘাটা অংশে কোন এলাকায় চার থেকে ছয় ঘণ্টা, কালুরঘাট বিতরণ অংশে তিন ঘণ্টা, মাদারবাড়ীর বিতরণ অংশে পাঁচ ঘণ্টা, ষোলোশহর বিতরণ অংশে ছয় ঘণ্টার সূচিতে লাল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া এই সার্কেলের স্টেডিয়াম বিতরণ অংশে কোথাও তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং দেখানো হয়েছে।
পরিচালনা ও সংরক্ষণ সার্কেল চট্টমেট্টোর (উত্তর) বাড়বকুণ্ড বিতরণ অংশে চার ঘণ্টা, হাটহাজারী অংশে দুই ঘণ্টা, মোহরা বিতরণ অংশে পাঁচ থেকে ছয় ঘণ্টা, সন্দ্বীপ অংশে এক থেকে দেড় ঘণ্টা লোডশেডিং দেখানো হয়েছে।
পরিচালনা ও সংরক্ষণ সার্কেল চট্টমেট্টোর (পশ্চিম) সার্কেলের আগ্রাবাদ, ও খুলশী ও নিউমুরিং বিতরণ অংশে তিন থেকে চার ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হয়েছে। এর মধ্যে পাহাড়তলী বিতরণের অংশের এলাকায় ১০০ মেগাওয়াট লোডশেডিং ধরে নিয়ে দুই থেকে তিন ঘণ্টা, রামপুর বিতরণ অংশে তিন ঘণ্টা সময় দেখানো হয়েছে
এছাড়া সূচির মধ্যে দোহাজারি ও লামা, চকরিয়া,সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ এলাকায় তিন ঘণ্টা লোডশেডিং প্রাথমিক সূচি করা হয়েছে।
রামু বিদ্যুৎ সরবরাহ দপ্তর থেকে বিতরণ করা অঞ্চল সমূহে কোনো লোডশেডিং দেখানো হয়নি।
পরিচালনা ও সংরক্ষণ সার্কেল রাঙ্গামাটির অংশে বান্দরবান বিতরণ বিভাগের অংশে কিছু কিছু অঞ্চলে দুই থেকে তিন ঘণ্টা, বোয়াংছড়ি বিদ্যুৎ বিতরণ দপ্তরের এলাকায় এক থেকে দুই ঘণ্টা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ দপ্তরের অধীন এলাকায় তিন থেকে চার ঘণ্টা বিদ্যুত থাকবে না জানিয়েছেন পিপিবির কর্মকর্তারা। রুমা ও থানচি বিদ্যুৎ সরবরাহ দপ্তরের এলাকায় দুই ঘণ্টা বিদ্যুতের লোডশেডিয়ের পরিকল্পনায় আনা হয়েছে।
+ There are no comments
Add yours