জটিল অস্ত্রোপচার করে ২ বছর ৮ মাস বয়সী শিশুর প্রাণ বাঁচিয়েছেন চিকিৎসকরা।শিশুটির খাদ্যনালীতে সেফটিপিন আটকে ছিল। শিশুটি এখন বিপদমুক্ত।
জানা গেছে, ভারতের দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার হরিণবাড়ির বাসিন্দা শিশু সৌরনীল জানা খেলতে খেলতে একটি বড় মাপের মুখখোলা সেফটিপিন মুখে দিয়ে ফেলেছিল। তারপর সেটি গিলে ফেলে। চিকিৎসকরা এক্স-রে প্লেটে দেখেন, সেফটিপিনের খোলা মুখটি খাদ্যনালীতে আটকে রয়েছে। ইএনটি বিভাগের চিকিৎসক ডা. দীপ্তেন পাল জানান, মাত্র এক ঘণ্টার মধ্যে অপারেশন থিয়েটারে সবকিছুর ব্যবস্থা করেন।
ডায়মন্ড হারবার হাসপাতালে এ ধরনের মাইক্রোসার্জারি এই প্রথম বলে জানান চিকিৎসক পাল। ওই রাজ্যে একমাত্র এসএসকেএম হাসপাতালে এই ধরনের অপারেশন করা হয়ে থাকে বলে তিনি জানান।
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রীম সাহা জানান, মাইক্রোসার্জারি করে ওই শিশুর খাদ্যনালী থেকে সেফটিপিনটি বের করে আনার পর ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে সাধারণ বেডে রাখা হয়েছে। এক কথায়, শিশুটি বর্তমানে হাসপাতালে সুস্থ ও স্বাভাবিকই রয়েছে।
হাসপাতালের প্রিন্সিপাল ডা. উৎপল দাঁ জানান, হাসপাতালের এই সাফল্যে তিনি গর্বিত। এই জটিল মাইক্রোসার্জারির কাজে যুক্ত তিন চিকিৎসককেই তিনি ধন্যবাদ জানান।শিশুরোগীর বাবা রূপঙ্কর জানা ছেলেকে প্রাণ সংশয়ের হাত থেকে রক্ষা করায় চিকিৎসকদের প্রশংসা করেন।
+ There are no comments
Add yours