বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেনেভার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান।
সোমবার (২৫ জুলাই) বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ স্থায়ী মিশন ও জেনেভার যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানিতে ডুবে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ মৃত্যুহার সবচেয়ে বেশি।
পরিসংখ্যানের প্রতি দৃষ্টিপাত করে রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ মৃত্যু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে শিশু মৃত্যু প্রতিরোধে আমাদের সাফল্য ম্রিয়মান হয়ে যেতে পারে।
এ বিষয়ে সাঁতার শেখা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রভৃতিসহ বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত।
+ There are no comments
Add yours