ঢাকায় অনুষ্ঠিত ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জ্বালানি সহযোগিতা, খাদ্য নিরাপত্তা এবং আন্তঃবাণিজ্যে জোর দেওয়া হয়েছে। সেজন্য জ্বালানি মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জোট রাষ্ট্রগুলো।
বুধবার (২৭ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ। সম্মেলনে জ্বালানির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সদস্য রাষ্ট্রগুলোর জ্বালানি মন্ত্রীদের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তবে ঠিক কবে এ বৈঠক হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জোটের সচিবালয় এটি ঠিক করবে।
এ সময় মোমেন বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ বছরে জোট রাষ্ট্রগুলোর আন্তঃবাণিজ্যের পরিমাণ ১৪০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।
এবারের সম্মেলনে জোট রাষ্ট্রগুলোর মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও শেষ অবদি তাদের ঢাকায় সশরীরে না থাকার কারণে অপূর্ণতা বা গুরুত্ব কমে গেল কিনা সম্মেলনের, এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা অনেক আশাবাদী।
+ There are no comments
Add yours