সদস্য রাষ্ট্রকে সহায়তা করা আইএমএফের দায়িত্ব

Estimated read time 0 min read
Ad1

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়া নতুন কিছু নয় জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অতীতেও নিয়েছি, আগামীতেও প্রয়োজন হলে নেব। আইএমএফ তৈরি হয়েছিল সদস্য রাষ্ট্রের সহায়তা করার জন্য। সদস্য রাষ্ট্রগুলোকে নীতিগত অথবা অর্থগত উভয় দিক থেকে আইএমএফ সহায়তা দেবে। এটাই আইএমএফের দায়িত্ব।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘এফোর্ডএবল হাউজিং সেক্টর’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান, বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার ডানডান চি প্রমুখ।

এম এ মান্নান বলেন, আমরা মোটেও সংকটে নই। এটার রিপোর্ট আইএমএফের কাছেও আছে। আমি আজকেই পড়েছি আইএমএফ আমাদের সংকটের মধ্যে ফেলেনি। আইএমএফও জানে আমরা সংকটে নেই।

আমরা জানি আইএমএফের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং এখনও আছে। তারা শর্ত দিয়েছে, সেগুলো কী জানাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মান্নান বলেন, এই আলোচনার বিষয়ে আমি জানি তবে সেখানে ছিলাম না। এটা আমার দরকার হয়নি। কারণ এটা তাদের কাজ। অর্থমন্ত্রী কথা বলেছেন, এটা এখন ওপেন। শর্তগুলো আমি কাগজ না পেলে বলতে পারব না এবং বলা ঠিক হবে না। আপনারা অর্থ মন্ত্রণালয় যোগাযোগ করলে এটা অবশ্যই পাবেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours