নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীনব মান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচীর আওতায় শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের ২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শোভনছড়ি উচ্চ বিদ্যালয়ের ২জন শিক্ষার্থী মংপোয়াং মার্মা ও হ্লাচাইপৃরু মার্মা (৭ম শ্রেণি) ৬০০০ টাকা করে মোট ১২০০০ টাকা বৃত্তি পেয়েছে।
উল্লখ্য যে, বিদ্যালয়টি চলিত বছর (২০২২)জানুয়ারী হতে এলাকার সর্বস্তরের জনগণ প্রবাসী সংগঠনের উদ্দোগে প্রতিষ্ঠত হয়।বর্তমানে ৬ষ্ঠ শ্রেণিতে ৬৭ জন ও ৭ম শ্রেণিতে ২২ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। উপজেলা বাইসাইকেল ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মফিজুল আনোয়ার ও শ্রেণী শিক্ষিকা ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours