পাঁচবিবি পৌরসভায় আ.লীগের জয়

Estimated read time 1 min read
Ad1

বেসরকারিভাবে জয়পুরহাটে পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) রাতে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।

ফলাফল অনুয়ায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা প্রতীক) ৭ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।

এদিকে চার মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন। পৌরসভা নির্বাচনের বিধি অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পাওয়ায় চারজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

ওই চার মেয়র প্রার্থী হলেন- নাজমুল আলম চৌধুরী, মুনসুর রহমান মন্ডল, মাহমুদুল হাসান জন এবং মো. শামীম হোসেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, স্বতন্ত্রসহ মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৬০ জন ও নারী ভোটার ১০ হাজার ৮৩১ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১৫ হাজার ২৮২ টি। ভোট বাতিল হয়েছে ৪৫টি।

স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম চৌধুরী (জগ) পেয়েছেন ৬২৩ ভোট, মুনসুর রহমান মন্ডল (মোবাইল ফোন) পেয়েছেন ৪১৮ ভোট, মাহমুদুল হাসান জন (নারিকেল গাছ) পেয়েছেন ২৯০ ভোট এবং শামীম হোসেন (রেল ইঞ্জিন) পেয়েছেন ৫০২ ভোট। ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours