নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূকে (৩০) শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশ নুর হোসেেকে (৩৫) আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনুছের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, কালাদরাপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের সঙ্গে বিরোধ দেখা দেয়। গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম পুলিশ নুর হোসেন বাড়িতে এসে ডাকাডাকি করে নিজেই সাহাব উদ্দিনের সীমানায় থাকা টিনের বেড়া সরিয়ে ফেলা শুরু করেন।
ভুক্তভোগী আরও জানায়, ওই সময় বাড়িতে পুরুষ না থাকায় গৃহবধূ টিনের বেড়া সরাতে বাধা দিলে নুর হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করে গৃহবধূকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করেন। এ সময় গৃহবধূর চিৎকার শুনে দেবর গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ জুলাই) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours